হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃক “বি ইউ এম এস” ষষ্ঠ ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম- ২০২৩ উদ্‌যাপন।

#ডেঙ্গু সচেতনতায় হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া এর উদ্যোগে ব্যাপক প্রচারণা: নিরাময়ে দারুণ কার্যকর হামদর্দের ওষুধসমূহ
August 29, 2023
বগুড়ায় ত্রিমাত্রিক হাসপাতাল করতে চায় হামদর্দ
September 10, 2023

হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃক “বি ইউ এম এস” ষষ্ঠ ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম- ২০২৩ উদ্‌যাপন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তফা আলম নান্নু,প্রেসিডেন্ট, বি এম এ বগুড়া, সিন্ডিকেট মেম্বার, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বি ইউ এম এস ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি দেখে তিনি অভিভূত হন এবং হামদর্দ ইউনানী মেডিকেল কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
 উক্ত অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ মনিরুজ্জামান খান।
তিনি ইউনানী চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন ডাঃ ওসমান গনী, সহযোগী অধ্যাপক, হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ বগুড়া। তিনি বলেন দেশের সৎ ও মেধাবীরাই একদিন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ পরিচালনা করবে। তাই সবাইকে সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে ডাঃ তোফাজ্জল হোসেন সিনিয়র প্রভাষক, হামদর্দের পরিচিতি এবং এর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিচিতি, নতুনদের মাঝে উপস্থাপন করেন।
অবশেষে নতুনদের কে ফুল দিয়ে বরণ,সবার মাঝে মিষ্টি বিতরণ এবং সকলের সুস্বাস্থ্য ও দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমাপ্ত হয়।