অদ্য ০৯/০২/২০২১ খ্রিঃ হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়া এবংতাঁর সহধর্মিনী অধ্যাপক হাকীম কামরুন্নাহার হারুন হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি কলেজের বিভিন্ন ল্যাব সমুহ যেমন এনাটমি ল্যাব, ফার্মেসী ল্যাব , প্যাথলজী ল্যাব, বায়োকেমিষ্ট্রি ল্যাব, র্হাবেরিয়াম, কলেজ লাইব্রেরী, কøাশরুম এবং ভেষজ বাগান ঘুরে দেখেন।
তিনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, কর্মর্কতা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি তাদের কথা মনোযোগ সহকারে শ্রবন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কলেজের সঠিক কার্যক্রম কে আরোগতিশীল করতে সকল কে নির্দেশ প্রদানসহ শিক্ষকদের কে আরো দক্ষ হতে বলেন। তিনি কলেজ সংলগ্ন আধুনিক সুযোগ- সুবিধা সম্বালিত হাসপাতাল নির্মান স্বল্প পরিসরে ক্যান্টিনের ব্যবস্থা করা ,থাকার জন্য হোস্টেল নির্মান , ডিসেকশনের জন্য ডেড বডিব্যবস্থা করা, শিক্ষা শেষে হামদর্দে চাকুরী সুবিধা প্রদান প্রভৃতি বাস্তবায়নের প্রতিশ্রæতি দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন অনেক আশা ও স্বপ্ন নিয়ে খুব ক্ষুদ্র পরিসরে ভাইপাগলা মাজারের একটি কক্ষে ১৯৯০ সালে প্রতিষ্ঠা করেছিলাম। শুধু দেশের মানুষের স্বাস্থ্য শিক্ষা ও সেবায় ভুমিকা রাখার জন্য। আজ কলেজটি ইউনানী চিকিৎসা বিজ্ঞানের একটি গর্ব করার মতো প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
স্যারের সফর সঙ্গী ও সহধর্মিনী অধ্যাপক হাকীম কামরুন্নাহার হারুণ বলেন- ছাত্র-ছাত্রীদের কে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের ব্যাসিক কনসেক্ট ধারন করে সঠিক মানের ইউনানী চিকিৎসক হওয়ার পরামর্শ দেন।