উত্তরের প্রবেশদ্বার বগুড়ায় চলতি বছরেই ত্রিমাত্রিক (এলোপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক) জেনারেল হাসপাতাল নির্মাণ কাজ শুরু করতে চায় হামদর্দ। নিম্ন ও অল্প আয়ের মানুষ যারা অর্থের অভাবে আধুনিক চিকিৎসা সেবা নিতে অপারগ তাদের চিকিৎসা নিশ্চিত করতে হামদর্দ এমন উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও আধুনিক চিকিৎসা সহজ লভ্য করে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে চায় হামদর্দ। তাদের এই উদ্যোগে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন হামদর্দ কর্তৃপক্ষ। গতকাল সকালে বগুড়া হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বনানীস্থ নিজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুল আলম চৌধুরী এবং হামদর্দ বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক। মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান খান লিখিত বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলের মানুষের স্বল্পমূল্যে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বগুড়া হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আধুনিক হামদর্দের রূপকার হামদর্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার প্রচেষ্টায় ১৯৯০ সালের ১৮ই জানুয়ারি বগুড়া হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে অত্র কলেজটি উত্তরবঙ্গের একটি স্বনামধন্য ইউনানি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবাকেন্দ্র। শুরু থেকে এ পর্যন্ত ডিপ্লোমা কোর্স পাস করেছে ২৯টি ব্যাচে ৬০৯ জন যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে ব্যাচেলর ডিগ্রিতে ২৪৭ জন অধ্যয়নরত। এ ছাড়া রয়েছে আধুনিক ল্যাব, লাইব্রেরি ও আধুনিক ক্লাশরুম, ভেষজ বাগান।
এখানে ২০১ প্রজাতির প্রায় ৭ হাজারটি ঔষধি উদ্ভিদ আছে। এখান থেকে ডিগ্রিপ্রাপ্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে হামদর্দ। মতবিনিময়কালে আরও বলা হয়, চলতি বছরেই বগুড়ায় ত্রিমাত্রিক (এলোপেথিক, ইউনানি ও আয়ুর্বেদিক) জেনারেল হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে। তিনি হামদর্দ এর সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুল আলম চৌধুরী, হামদর্দ বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হাকিম মো. ওসমান গণি শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।