নবীনবরণ, বৃত্তিপ্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ২০২১ উদযাপন উপলক্ষে হামদর্দ
ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া এর উদ্যোগে আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাকীম মোঃ মনিরুজ্জামান খাঁন-এর সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং
বডির সদস্য প্রফেসর ডা: মো: মোস্তফা আলম নান্নু, সভাপতি, বিএমএ বগুড়া
জেলা শাখা ও ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি। বক্তারা নবাগতদেরকে শুভেচ্ছা
জানান এবং হামদর্দের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
উক্ত উনুষ্ঠানে বি ইউ এম এস ও ডি ইউ এম এস এর বিভিন্ন বর্ষ ও ব্যাচের
শিক্ষাথীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথিতার বক্তব্যে বলেন,“হামদর্দের সাথে আমার
সম্পর্ক দীর্ঘদিনের এই কলেজের সাথে আমার আত্নার সম্পর্ক। ভালো
চিকিৎসক হতে হলে অবশ্যই প্রচুরপড়া লেখা করতে হবে। শিক্ষকদের সাথে
হাসপাতালে রোগী দেখার মাধ্যমে ব্যাবহারিক জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের
চিকিৎসক হওয়ার স্বপ্নসফল হোক এই কামনা করি। সভাপতিতার বক্তব্যে বলেন,
“নতুনের আগমন ছাড়া উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে না। নতুনের
আগমন মানে সমৃদ্ধির দ্বার উন্মোচিত হওয়া। নতুনদের পদভারে ক্যাম্পাস পুলকিত
হয়। তাই নতুনদের সুন্দর ভাবে বরণ করার মাঝে কল্যান নিহিত। তাই তো নতুনের
গানে ভরপুর পৃথিবী। নবীনদেরকে এ কলেজে ভর্তি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও
শুভেচ্ছা। সবুজ শ্যামলিমা ঘেরা এ ক্যাম্পাসটি সত্যিই মনোমুগ্ধকর। এখানে
আসলেই বারবার আসতে ইচ্ছা করে। এ কলেজ থেকে পাশ করলে ভবিষ্যৎ উজ্জ্বল। ইউনানী
চিকিৎসায় প্রচার প্রচারণা বাড়াতে হবে। তিনি আরও বলেন “নিজের প্রতি
আত্নবিশ্বাস রাখতে হবে, বিজয়ীরা ভিন্নধরণের কাজ করেনা, একই কাজ
ভিন্নভাবে করেন। যিনি চির নতুনের স্বপে ্নবিভোর থাকেন। তেমনি একজন
মানুষ অত্র কলেজের প্রতিষ্ঠাতা ডঃ হাকীম মোঃ ইউসুফ হারুণ ভুঁইয়া। প্রকৃত
ইউনানী হাকীম ও সাদামনের আদর্শ মানুষ গড়ার তাঁর এই মহৎ উদ্দোগ মহান
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন। আমরা তার
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
সব শেষে কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত
হয় এবং উপস্থিত ছাত্র/ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।
নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’২০২১আনন্দ মূখর, গুরুত্ববহ, তাৎপর্যপূর্ণ ও
সফলতাসহ সম্পন ্নহয়।