#ডেঙ্গু সচেতনতায় হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া এর উদ্যোগে ব্যাপক প্রচারণা: নিরাময়ে দারুণ কার্যকর হামদর্দের ওষুধসমূহ

“চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা”
August 15, 2023
হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃক “বি ইউ এম এস” ষষ্ঠ ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম- ২০২৩ উদ্‌যাপন।
August 29, 2023

#ডেঙ্গু সচেতনতায় হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া এর উদ্যোগে ব্যাপক প্রচারণা: নিরাময়ে দারুণ কার্যকর হামদর্দের ওষুধসমূহ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর। এ রোগের বিষয়ে সচেতনতা তৈরি করতে হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া কর্তৃক কলেজ ক্যাম্পাসে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে আজ সকাল ১১:০০ ঘটিকায় ডেঙ্গু রোগ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইনে অত্র কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মনিরুজ্জামান খান বলেন, ডেঙ্গু রোগ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষত ডেঙ্গু প্রতিরোধে মশার আবাসস্থল ধ্বংস করতে হবে ও জমে থাকা পানিতে যেন মশা বংশবিস্তার করতে না পারে এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে এবং জ্বর হলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডেঙ্গু রোগ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি ডেঙ্গু রোগ প্রতিরোধ, নিরাময় ও ডেঙ্গু রোগ পরবর্তি জটিলতায় হামদর্দ এর কার্যকরী ঔষধসমূহের বৈজ্ঞানিক তথ্য উপাত্ত উপস্থাপন করেন। তিনি সবাইকে সতর্ক করে বলেন কিছু ক্ষেত্রে ডেঙ্গু রোগের জটিলতা ভয়াবহ। পরিপূর্ণ চিকিৎসা না হলে, বা দ্রুত চিকিৎসা না করলে heart এর pericardium এ প্রদাহ, brain এ রক্তক্ষরণ ( hemorrhage) সহ Dengue shock syndrome দেখা দিতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত হামদর্দ বগুড়া অঞ্চলের এরিয়া ম্যানেজার জনাব মোঃ আব্দুল মান্নান বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসায় কার্যকর এবং খুব গুরুত্বপূর্ণ হল হামদর্দ হলিস্টিক মেডিসিন। তিনি উপস্থিত সকলের মাঝে ডেঙ্গু রোগ চিকিৎসয় কার্যকরী হামদর্দ এর ঔষধসমূহ যেমন, নিমেন্ট, কুলজম, এন্টিফেভ, , সেনচুরিন, এপেলিন, সিনকারা এর কার্যকারিতা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি আরও বলেন, হামদর্দের চিকিৎসক ও মেডিকেল প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। পরামর্শ পেয়ে ইতোমধ্যে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। তাছাড়া ডেঙ্গু জ্বর নিরাময়ের জন্য হামদর্দের হলিস্টিক চিকিৎসা গ্রহণ করে অনেকে সুস্থ হয়ে উঠছেন।
 পরিশেষে হামদর্দ এর ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন সমাপ্ত হয়।