এই মর্মে অত্র কলেজের ২০১৭ সালের বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষায় কম্পার্টমেন্টাল প্রাপ্ত পরীক্ষার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “ কম্পার্টমেন্টাল পরীক্ষা-২০১৭” আগামী ২১ ডিসেম্বর ২০১৭ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।পরীক্ষার প্রস্তুতি সম্পকিত তথ্যাবলীঃ
*ফিলআপ এর সর্বশেষ তারিখঃ ০৩/১২/২০১৭
*বিলম্ব ফিসসহ সর্বশেষ তারিখঃ ১২/১২/২০১৭
*সকল বর্ষের পরীক্ষার ফি : ১,২০০.০০ টাকা (প্রতি পরীক্ষার্থী)।
*পরীক্ষা কেন্দ্র ফিস : ৫০০.০০ টাকা (প্রতি পরীক্ষার্থী)।
*বিলম্ব ফিস : ৫০০.০০ টাকা ( প্রতি পরীক্ষার্থী )
বিশেষ নোট :
*পূরণকৃত ফরমের সাথে সদ্য তোলা রঙিন ১ কপি পাসপোর্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজের (সত্যায়িত ছাড়া) ছবি জমা দিতে হবে। সাদা-কালো, গেঞ্জী পরিহিত, পুরাতন ছবি গ্রহণযোগ্য হবে না।
*ছাত্র/ছাত্রীদের অবশ্যই নিজ হাতে ফরম পূরণ করতে হবে। ফরমে কোন তথ্য বাদ গেলে বা ভুল লিখলে তার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীই দায়ী থাকিবে।
*ফরম ফিলাপের সময় প্রত্যেক ছাত্র/ছাত্রীকে তাহাদের এস এস সি সার্টিফিকেট অথবা নম্বর পত্রের ফটোকপি, ডি ইউ এম এস এর বিগত বছরের পরীক্ষার প্রবেশ পত্র, ডি ইউ এম এস এর রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
*পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ ০৫১-১৭৮২৩৩, ০১৯৩৪৯৮২৩৭৩, ০১৯১৩৯২০৪৬৪, ০১৭৩৭১৯৩৮১৪.